ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দুই সপ্তাহ চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ।
শনিবার বাসায় ফিরে ইত্তেফাককে টেলিফোনে রওশন বলেন, ‘এখন অনেক ভালো আছি। অ্যালার্জির কারণে পায়ের গোয়ালিতে ফোসকা উঠেছিল। দুই সপ্তাহ ছিলাম হাসপাতালে। অন্য কোনো সমস্যা নেই।’
সামান্য শ্বাসকষ্ট ও বাম পায়ের গোয়ালিতে অ্যালার্জি জনিত ইনফেকশন নিয়ে গত ১৬ মে সিএমএইচে ভর্তি হন রওশন এরশাদ। এবার রোজার ঈদ তার হাসপাতালেই কেটেছে। সিএমএইচে তার করোনা পরীক্ষাও করা হয়। ১৮ মে করোনার টেস্টের ফলাফল নেগেটিভ আসে।
সানবিডি/ঢাকা/এসএস