পুঁজিবাজারের উন্নয়নে এক সাথে কাজ করবে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৬-০২ ১২:৩৬:৫৫
পুঁজিবাজারের উন্নয়ন ও করোনা সংকট মোকাবিলায় এক সাথে কাজ করবে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ দুই সংস্থার শীর্ষ পর্যায়ের বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলাম।
বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, আজকের বৈঠকটি ছিলো সৌজন্যমূলক।
তিনি বলেন, আমরা আলোচনা করেছি কিভাবে করোনা সংকট কাটিয়ে দেশের অর্থনীতিকে গতিশীল করা যায়। প্রধানমন্ত্রী অর্থনীতিকে শক্তিশালী করার জন্য যে প্রণোদনা ঘোষণা করেছেন, তা বাস্তবায়নে যদি বিএসইসির কোন সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে আমরা প্রস্তুত আছি। দেশের অর্থনীতি ও পুঁজিবাজার উন্নয়নে বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসি একত্রে কাজ করবে বলেও জানিয়েছেন তিন।
তিনি বলেন, পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির পক্ষ থেকে একজন করে ফোকাল পার্সন দেওয়া হবে। কোন বিষয় সমস্যা মনে করলে টাইম টু টাইম কথা বলে তারা তা ঠিক করে নিবে।