প্রশিক্ষণ না নিলে বন্ধ হবে বিও অ্যাকাউন্ট

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৬-০২ ১৭:৪৭:০২


পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী এমন গ্রাহকগণ বিও অ্যাকাউন্ট খুললেই প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিও অ্যাকাউন্ট খুললেই তাদের প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ না নিলেই সেন্ট্রাল ডিপোজিটারী বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে সংক্রিয়ভাবে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) পরিদর্শনে এসে এমন নির্দেশনা দেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ।

তিনি বলেন, চলমান বিনিয়োগকারীদের প্রশিক্ষণের অংশ হিসেবে এ উদ্যোগ নিতে যাচ্ছে বিএসইসি।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সানবিডিকে বলেন, আমরা একটি প্রশিক্ষিত নির্ভর পুঁজিবাজার গড়তে চাই। আর প্রশিক্ষিত পুঁজিবাজার গঠনে সবার সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই।
তিনি বলেন, আগামীতে যারা নতুন করে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বিও অ্যাকাউন্ট খুলবে তাদের এক দিনের প্রশিক্ষণ নিতে হবে। সেই প্রশিক্ষণে যত ব্যয় আছে সব বিএসইসি গ্রহণ করবে।

তিনি আরও বলেন, প্রশিক্ষনার্থীর দুপুরের খাবার, খাতা-কলম এগুলো আমাদের পক্ষ থেকে দেওয়া হবে।