গণপরিবহন নিয়ে বেশ কিছু অভিযোগ পেয়েছি: কাদের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-০৩ ১৭:২৫:৩৭


গণপরিহন নিয়ে বেশ কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার নিজ বাসভবন থেকে ভিডিও ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এজন্য প্রশাসনের নজরদারি বাড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘অধিকাংশ গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চলছে। প্রথম দুদিনে এটা আমরা লক্ষ্য করেছি। তবে বেশকিছু অভিযোগও আমরা পাচ্ছি। আমি প্রশাসনিক নজরদারি বাড়ানোর অনুরোধ করছি।’

যাত্রীদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি যাত্রীদের নিজেদেরকেও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি, না হয় টার্মিনাল এবং বাসযাত্রা হতে পারে সংক্রমণ বিস্তারের আরেকটি কেন্দ্র।’

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানতে শৈথিল্য প্রদর্শন করছে, যা সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। এতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এ অবহেলা নিজের জন্যই শুধু নয়, পরিবার, সমাজ তথা অন্যদের জন্যও ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে।
সানবিডি/ঢাকা/এসএস