পাঁচদিন পরে চালু হলো চেন্নাই বিমানবন্দর

আপডেট: ২০১৫-১২-০৭ ০৯:২৯:৪১


image-chennaiমহাদুর্যোগের জন্য প্রায় পাঁচ দিন বন্ধ ছিল চেন্নাই বিমানবন্দর। রবিবার সেখানে আবার যাত্রী-বিমান চলাচল শুরু হয়েছে। তবে ওই মহানগরী থেকে সব ঘরোয়া ও আন্তর্জাতিক রুটে দিন ও রাতের বিমান উড়বে আজ সোমবার থেকে।

রবিবার সকালে হায়দরাবাদ থেকে এয়ার ইন্ডিয়ার খালি বিমান চেন্নাইয়ে পৌঁছয়। সেখান থেকে যাত্রী নিয়ে উড়ে যায় পোর্ট ব্লেয়ার। ফিরতি পথে চেন্নাইয়ে যাত্রীদের নামিয়ে এবং নতুন যাত্রী নিয়ে আবার উড়ে যায় হায়দরাবাদ। এ দিন এয়ার ইন্ডিয়ার অন্য একটি বিমান দিল্লি ও চেন্নাইয়ের মধ্যে যাতায়াত করেছে।

রবিবার সন্ধ্যায় চেন্নাই বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার ওই দু’টি উড়ান ছাড়াও এ দিন জেট এয়ারওয়েজ এবং ইন্ডিগোর একটি করে বিমান চেন্নাই থেকে উড়েছে। জেট গিয়েছে বেঙ্গালুরু এবং ইন্ডিগোর বিমান যাত্রীদের নিয়ে মুম্বই ঘুরে চলে যায় দিল্লি। চেন্নাই বিমানবন্দরের অধিকর্তা দীপক শাস্ত্রী জানান, স্থানীয় ছোট সংস্থা ট্রু-জেটের বিমান রাতে নামছে চেন্নাইয়ে। শাস্ত্রী ফোনে বলেন, ‘‘রানওয়ে একেবারে পরিষ্কার। বৃষ্টি হচ্ছে ঠিকই। তবে তার মধ্যে বিমান ওঠানামায় কোনও অসুবিধা হচ্ছে না। আমরা রানওয়ে ‘মপার’ (জল সরিয়ে দেওয়ার সরঞ্জাম) রেখেছি। জোর বৃষ্টিতে রানওয়েতে জল জমলেই মপার ব্যবহার করা হচ্ছে।’’

চেন্নাই থেকে রোজ গড়ে ১২০টি বিমান ওড়ে। বিমান-কর্তৃপক্ষের আশা, সোমবার তার ৫০% বিমান উড়বে। শাস্ত্রী জানান, বিমান সংস্থাগুলোরও একটু সময় লাগবে। বৃষ্টি শুরুর আগে থেকে চেন্নাইয়ে যে-সব বিমান দাঁড়িয়ে ছিল, বিমান সংস্থা এখনই সেগুলো হাতে পাবে না। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ শেষ হলে সেগুলো উড়বে। এমন প্রায় ১৫টি আটকে পড়া বিমানের মধ্যে ন’টি বিমান অন্যত্র উড়ে গিয়েছে। তবে সেই সব বিমানে যাত্রী নেওয়া হয়নি।

চেন্নাই থেকে দেশের ভিতরে ও সব আন্তর্জাতিক রুটে যাতে নিয়মিত বিমান চলাচল শুরু করা যায়, তার জন্য বিমানবন্দর সমস্ত বন্দোবস্ত করে রাখা হয়েছে বলে জানান বিমানবন্দরের অধিকর্তা। তিনি বলেন, ‘‘সোমবার থেকে কোন সংস্থা ঠিক ক’টি উড়ান চালাতে চায়, তা এখনও নির্দিষ্ট করে আমাদের জানানো হয়নি। ওই সব সংস্থাও যাত্রীদের সঙ্গে যোগাযোগ করছে। দেখে নিতে চাইছে, এখন কত যাত্রী পাওয়া যাবে।’’ ইন্ডিগো জানিয়েছে, তারা সোমবার দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ থেকে একটি করে উড়ান চালাবে চেন্নাইয়ে।গত তিন-চার দিনে বহু যাত্রীই বেঙ্গালুরু ও হায়দরাবাদ পৌঁছে সেখান থেকে নিজেদের গন্তব্যে উড়ে গিয়েছেন বলে চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষের ধারণা।

প্লাবিত চেন্নাইয়ের এখনও যা অবস্থা, তাতে বিমান সংস্থাগুলোর আশঙ্কা, সোমবার থেকে পুরো মাত্রায় উড়ান শুরু করে দিলেও পর্যাপ্ত যাত্রী না-ও মিলতে পারে। শাস্ত্রী জানান, চেন্নাই বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার পরে বিভিন্ন বিমান সংস্থা ৭২ কিলোমিটার দূরের বায়ুসেনার ঘাঁটি রাজালি থেকে যাত্রীদের নিয়ে যাতায়াত করছিল। সোমবার রাজালি থেকে যাত্রী-বিমান চলাচল বন্ধ করে দেওয়া হবে। সূত্র: আনন্দবাজার পত্রিকা