সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এসিআই ফরমুলেশন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-০৬ ১১:১৪:২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসিআই ফরমুলেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২২ দশমিক ৫০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩ কোটি ১০ লাখ ৪৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭৭ লাখ ৬১ হাজার ৫০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মতিন স্পিনিংয়ের দর বেড়েছে ১৮ দশমিক ৯৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ব্যাংকের দর বেড়েছে ১৮ দশমিক ৬৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৪ কোটি ১ লাখ ৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ লাখ ৫০ হাজার ২৬ হাজার ৫০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৭ দশমিক ১৪ শতাংশ, প্রগতি ইন্সুরেন্সের ১৪ দশমিক ১৮ শতাংশ, স্ট্যান্টার্ড ব্যাংকের ১২ দশমিক ৮২ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ১২ দশমিক ৮০ শতাংশ, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের (এক্সিম ব্যাংক) ১১ দশমিক ৬৩ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্সের ১০ দশমিক ১৪ শতাংশ ও এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের (প্রাণ) ৯ দশমিক ৮১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












