ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩০২তম শাখা রংপুরের পীরগঞ্জে উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান প্রধান অতিথি হিসেবে গত রবিবার এ শাখা উদ্বোধন করেন।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুুল বাশারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান মো. শহিদুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম, এফবিসিসিআই-এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফা আজাদ চৌধুরী, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোকছেদ আলী সরকার, সমাজসেবক মো. শহিদুল ইসলাম পিন্টু, বাংলাদেশ শিক্ষক সমিতি, পীরগঞ্জের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, সমাজসেবক, উলামা ও ব্যাংকের নির্বাহী-কর্মকর্তাসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান প্রধান অতিথি ভাষণে বলেন, ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, চিকিৎসা, কৃষি, এসএমই, উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামো নির্মাণসহ বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করছে ইসলামী ব্যাংক। তিনি বলেন, পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এ ব্যাংক ২০ হাজার গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর ১০ লাখেরও বেশি মানুষকে অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করেছে। তিনি বলেন, বাংলাদেশের আমদানি-রফতানি, গার্মেন্টস শিল্প, রেমিট্যান্স আহরণ ও এসএমই বিনিয়োগে এ ব্যাংকের অবস্থান শীর্ষে। কৃষি ও শিল্প-কারখানায় বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পীরগঞ্জ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে তিনি ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেন।
শাখাটির উদ্বোধন উপলক্ষে ‘ইসলামী ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য’ শীর্ষক সেমিনার গত শনিবার শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুুল বাশারের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. আ.ছ.ম তরিকুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোনপ্রধান মো. শহিদুল্লাহ। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইনসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।