[caption id="attachment_8869" align="aligncenter" width="643"] প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক হয়। ছবি: ফোকাস বাংলা[/caption]
গাজীপুর ও রংপুর সিটি করপোরেশনের জন্য মহানগর (মেট্রোপলিটন) পুলিশ গঠন করবে সরকার। এজন্য ‘গাজীপুর মহানগরী পুলিশ আইন, ২০১৫’ ও ‘রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৫’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য এ অনুমোদনের কথা জানান।
তিনি বলেন, ‘আমাদের অন্যান্য সিটি করপোরেশন এলাকায় পুলিশের জন্য মেট্রোপলিটন পুলিশ আইন রয়েছে। এটা করা হয় ওই এলাকার জনগণকে অধিকতর আইনী ও পুলিশি সেবা দেওয়ার জন্য। এখানেও (গাজীপুর ও রংপুর) একই উদ্দেশ্যে আইনগুলো করা হচ্ছে।’
বিজয় ভট্টাচার্য বলেন, ‘মন্ত্রিসভা কতগুলো অবজারভেশন (পর্যবেক্ষণ) দিয়ে আইনটি চূড়ান্ত করতে পরবর্তী প্রক্রিয়াগুলো শেষ করার নির্দেশনা দিয়েছে। সেবাগুলো যাতে আরো সুন্দরভাবে দেওয়া যায় সেজন্য পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। এখন আইন দুটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে যাবে।’
অন্যান্য মেট্রোপলিটন আইনগুলো যেভাবে হয়েছে এ আইন দু’টিও সেভাবে হবে জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, ‘নীতিগত অনুমোদন হওয়ায় এ মূহুর্তে আইনে কি আছে তা বলা যাবে না। কোনো বিষয় হয়তো পরবর্তী সময়ে নাও থাকতে পারে।’
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিদেশে অবস্থান করায় মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে ব্রিফিং করেন অতিরিক্ত সচিব বিজয়।