শুরু হলো ডিআরইউ’র টেলিমেডিসিন সেবা কার্যক্রম

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৬-১৩ ১৮:২৯:৫০


শুরু হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) টেলিমেডিসিন সেবা কার্যক্রম। আজ শনিবার ডিআরইউ এর সাথে সেবাদানকারি প্রতিষ্ঠান বেষ্ট এইড এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের মধ্যদিয়ে ডিআরইউ’র টেলিমেডিসিন সেবা কার্যক্রম চালু হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ. ম. রেজাউল করিম, এমপি সাগর-রুনী মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবা কার্যক্রম চুক্তির উদ্বোধন করেন।

চুক্তির আওতায় ডিআরইউ সদস্য এবং পরিবারের সদস্যরা টেলিকনফারেন্স ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিআরইউ’র বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা নিতে পারবেন।

সমঝোতা চুক্তির আওতায় যেসব সুবিধা পাওয়া যাবেঃ
১। ২৪ ঘন্টা বিশেষজ্ঞদের ফ্রি টেলিমেডিসিন সেবা
২। ফ্রি অনলাইন কনসালটেন্সি সেবা মোবাইল ফোন অথবা ভিডিও কল
৩। ৫% ডিসকাউন্ট বাচ্চা এবং মায়েদের ব্যবহৃত বিভিন্ন পন্য
৪। প্রয়োজনে বাসায় গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা (ফি-১০০০)
৫। ৮% ডিসকাউন্ট (মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেড ও প্রাভা হেলথ)
৬। হটলাইন নাম্বার কনসালটেন্সি ০১৮৯১৯৮৭৬৫২ (ডাক্তার বাড়ি)
৭। অনলাইন ডাক্তার কনসালটেন্সি অ্যাপোয়েনমেন্ট ০১৫৩৩৪৪৩১৮ (বেস্ট এইড হেল্প লাইন)
৮। বাসায় চিকিৎসা সেবা ডায়গনস্টিক সেবা অথবা হেল্প সার্ভিস ০১৫৩৩৪৪৩১১৮

টেলিমেডিসিন সেবা নেয়ার ক্ষেত্রে ডিআরইউ’র সর্বশেষ ভোটার তালিকার ক্রমিক নাম্বার আইডি নাম্বার হিসেবে প্রযোজ্য হবে।