দক্ষিণ ভারতের চেন্নাই শহরে বন্যায় আক্রান্ত মানুষের জন্য যেসব ত্রাণ বিতরণ করা হচ্ছে, সেগুলোর গায়ে তামিলনাডুর ‘আম্মা’ বলে পরিচিত মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার ছবি লাগাতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোমবার বিবিসি অনলাইনে এই খবর প্রকাশিত হয়।
কয়েক দিনের ভারী বর্ষণ ও বন্যায় পুরো চেন্নাই শহর পানিতে ডুবে গিয়েছিল। এতে অন্তত ২৮০ জন নিহত হয়েছে। ইতিমধ্যে বন্যার পানি নামতে শুরু করেছে। দুর্গত লোকজনের কাছে ত্রাণ পৌঁছে দিতে কাজ করছেন ত্রাণকর্মীরা।
কয়েকজন ত্রাণকর্মী বলেছেন, স্থানীয় একজন রাজনীতিক তাদের বলেছেন, ত্রাণ-সাহায্যের প্যাকেটে মুখ্যমন্ত্রীর ছবি না থাকলে মানুষ এগুলো গ্রহণ করবে না।
যেসব প্রতিষ্ঠান খাবার দাবার পাঠাচ্ছে, তাদেরও প্যাকেটের গায়ে জয়ললিতার ছবি লাগাতে বলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বলা হয়েছে, ছবি না লাগিয়ে পাঠালে তার জন্য যে অর্থ লাগবে সেটাও চাওয়া হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে জয়ললিতার দল এআইএডিএমকে। একই সঙ্গে তারা হুমকি দিয়েছে, দলের যেসব কর্মী এসব করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ত্রাণ-সাহায্যের প্যাকেটে জয়ললিতার ছবি-সংবলিত স্টিকার লাগাতে কীভাবে বাধ্য করা হচ্ছে তার একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে একজন লিখেছেন, “আমার বন্ধুদের অনেকে ত্রাণ-সাহায্য নিয়ে গেছেন। তাদের প্রত্যেকটা প্যাকেটের গায়ে ‘আম্মার’ ছবি লাগাতে বাধ্য করা হয়েছে।
ত্রাণের প্যাকেটে জয়ললিতার ছবি লাগানোর বাধ্যবাধকতার অভিযোগের ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে দুর্গত লোকজন। জয়ললিতা তার রাজ্যে ‘আম্মা’ নামে পরিচিত। রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে এই রাজ্যের ‘মা’ হিসেবে দেখানো হয়ে থাকে।
সানবিডি/ঢাকা/রাআ