হোয়াইট ক্রিমিনাল কথনঃরতন কুমার মজুমদার
:: আপডেট: ২০২০-০৬-১৫ ২০:৩৯:৪১
আমাদের সমাজে এক কিছিমের লোক আছে ফেসবুকে , মিডিয়াতে , টকশোতে সারাদিন জ্ঞান বিতরণ করে বেড়ায়। সারাদিন নীতিকথা বলে বেড়ায়। এরা হলো হোয়াইট ক্রিমিনাল। কারা হোয়াইট ক্রিমিনাল এবার একটু দেখা যাক ।
১। দেখবেন এদের আয়ের সাথে ব্যয়ের কোন সামঞ্জস্য নাই। এদের আয়ের উৎস কেউ জানে না। কিন্তু ব্যয় করে অঢেল। ব্যাংকে নামে বেনামে এদের কোটি কোটি টাকা গচ্ছিত রয়েছে।গাড়ী বাড়ী বিত্তবৈভবের কোন অভাব নেই। কিন্তু সাধারন জানে না তাদের আয়টা কি ?
২। এরা সভা সেমিনারে, টকশোতে গিয়ে নীতিকথা বলে , মানুষকে সৎ হবার উপদেশ দেয় , অপরাধের বিরুদ্ধে কথা বলে। কিন্তু এদের কেউ কেউ আন্ডারগ্রাউন্ডের গডফাদার। বিপুল অর্থবিত্তের মালিক হওয়াতে অঢেল অর্থ খরচ করে সবাইকে বশে আনতে চায়।
৩। এদের পরিবারের খোজ নিলে জানা যায় এদের ছেলে মেয়েরা লাগামহীন জীবনযাজন করে, কেউ কেউ বিদেশে পড়াশোনা করে। ছেলে বাপের খবর রাখে না ,বাপ ছেরের খবর রাখে না। সমাজের নানারকম অপরাধের সাথে এদের ছেলেমেয়েরা জড়িত।
৪। এরা অর্থ দিয়ে দুর্নীতিকে ঢাকতে চায়। অর্থ দিয়ে মিডিয়াকে নিয়ন্ত্রন করতে চায়। কেউ কেউ মিডিয়ার মালিক বনে যায়। মাঝে মাধ্যে এরা নিজেদের অপকর্ম ঢাকতে মিডিয়াতে হাজির হয় বা মিডিয়াতে কলাম লেখে।
৫। এরা সব রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখে। নিজেদের অপকর্ম ঢাকতে সব রাজনৈতিক দলের আনুকূল্য পেতে চায়। কোন কোন সময় রাজনৈতিক নেতাদের অর্থের বিনিময়ে কিনে ফেলে।
কোথায় পাবেন এদের তাই না ? এরা আপনার আমার আশে পাশেই আছে। এদেরকে পাবেন রাতের বেলা কাওরান বাজারে মিডিয়া সেলে। এদের পাবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা সেমিনারে প্রধান বা বিশেষ অতিথি হিসেবে। এরা পয়সা দিয়ে প্রধান বা বিশেষ অতিথি হয়ে যায়। অতএব চোখ কান খোলা রাখলেই হোয়াইট কিমিনাল পেয়ে যাবেন।