জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি পূরণের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত এগারোটায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষার্থীদের আয়োজনে মওলানা ভাসানী হলের কমন রুমে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শিক্ষার্থীরা নানামুখি সমস্যার কথা তুলে ধরেন।
মত বিনিয়ময়ের সময় মওলানা ভাসানী হলের ৪০তম ব্যাচের শিক্ষার্থী সৈয়দ এলতেফাত হোসেন সমস্যা ও সমাধানের পথ উল্লেখ্য করে বলেন, এই নানামুখি সমস্যার সমাধান তখনই সম্ভব হবে যখন হলের দায়িত্বরত শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় সাধন হবে।
আলোচনা সভার প্রধান আলোচক মওলানা ভাসানী হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান এ সকল সমস্যার কথা শুনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
আলোচনা সভার আহ্বায়ক ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মুরশিদুর রহমান আকন্দ।
সভায় মো. সাদ্দাম হোসেনের সঞ্চলনায় আরও বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, হল ওয়ার্ডেন মো.আব্দুল হালিম, মো. জালাল উদ্দিন, আবাসিক শিক্ষক মো. আশরাফুল আলম, ড. মো.কামরুল হাসান, সহকারী আবাসিক শিক্ষক, এম এম ময়েজ উদ্দিন, মো.সাখাওয়াত হোসেন, মো. তরিকুল ইসলাম, আলমগীর হোসেন ভূঁইয়া, বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন করিবসহ প্রমুখ।
সানবিডি/ঢাকা/রাআ