আইডিআরএ’র নতুন সদস্য হলেন দলিল উদ্দিন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-১৬ ১১:৩১:১১

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (আইন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) মো. দলিল উদ্দিন।
সোমবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত ১০ জুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে দলিল উদ্দিনকে চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন (স্মারক নং-৫৩.০০.০০০০.৪১১.১১.০০১.১৭-১৯৯) জারি করা হয়।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ হতে উচ্চতর ডিগ্রি এবং ইন্টারন্যাশনাল মেরিটাইম ল’তে মাল্টা থেকে এমএলএম ডিগ্রি অর্জন করেন।
বিজ্ঞাপন







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











