বাংলাদেশের পেশাজিবী হিসাবরক্ষণ ও নিরীক্ষা পেশার সরকারী নিয়ন্ত্রক সংস্থা ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) তিনটি আন্তর্জাতিক মানদন্ড উন্নয়ন ও প্রণয়নকারী সংস্থার সঙ্গে চুক্তি করেছে। হিসাব মানের উন্নয়নে গঠিত সংস্থটি সম্প্রতি এই চুক্তিটি করেছে।
চুক্তি করা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে আইএফআরএস ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি) এবং আইভিএস কাউন্সিল (আইভিএসসি)। মানদন্ড প্রণয়নকারী তিনটি সংস্থাই পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে মানদন্ড, ব্যাখ্যা এবং প্রয়োগ নোট সমূহের উন্নয়ন এবং প্রণয়ন করে থাকেন। যা কোম্পানী সমূহের জন্য মানদন্ড সমূহের প্রয়োগে সহায়ক হিসেবে কাজ করে ।
বর্তমানে বিশ্বের ১৬৬টি দেশ আইএফআরএস অধিগ্রহন এবং প্রয়োগে জড়িত আছেন। ১৩০ টি দেশের ১৭০ সদস্য প্রতিষ্ঠান আইএফএসি ইস্যুকৃত নিরীক্ষা সংক্রান্ত মানদন্ডসমূহ পরিগ্রহন করেছেন। ১৩০টি সদস্য দেশে আইভিএস মানদন্ড সমূহের ব্যবহার হচ্ছে।
আইএফআরএস ফাউন্ডেশন হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদন মানদন্ড এবং এর ব্যাখ্যা, যেমন আন্তর্জাতিক ফাইনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস (আইএফআরএস), এবং আইএফআরআইসি (আইএফআরআইসি) এর উন্নয়ন ও প্রণয়ন করে থাকে। আন্তর্জাতিক নিরীক্ষা মানদন্ডসমূহ (আইএসএএস), এ্যাসিওরেন্স মানদণ্ড এবং নৈতিকতা কোড আন্তর্জাতিক ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি) কর্তৃক উন্নয়ন ও প্রণয়ন করা হয়; ইন্টারন্যাশনাল ভ্যালুয়েশন স্ট্যান্ডার্ডস (আইভিএস) আইভিএস কাউন্সিল (আইভিএসসি) কর্তৃক উন্নয়ন ও প্রণয়ন করা হয়, যাহা ব্যবসা এবং সম্পদের মূল্যনির্ধারণে ব্যবহ্রত হয়।
ইন্টারন্যাশনাল ফাইনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস (আইএফআরএ), আন্তর্জাতিক নিরীক্ষা মানদন্ড (আইএসএএস), এ্যাসিওরেন্স মানদণ্ড, এবং নৈতিকতা কোড প্রায় এক যুগেরও বেশী সময় ধরে বাংলাদেশে প্রচলিত রয়েছে। ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন (এফআরএ) ২০১৫ কার্যকরী হওয়া এবং এই চুক্তি সমূহ স্বাক্ষরের মধ্য দিয়ে মানদন্ডসমূহ এখন সরাসরি বাংলাদেশের জাতীয় আইনে অন্তর্ভুক্ত হলো।
ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন (এফআরএ) এর মানদন্ড সংক্রান্ত ধারার সঙ্গে সঙ্গে এফআরএ এর মাধ্যমে বাংলাদেশের কোম্পানী আইন ১৯৯৪, ব্যান্কিং কোম্পানী আইন ১৯৯১, বীমা আইন ২০১০, এমআরএ আইন ২০০৬ ইত্যাদি আইনের বিভিন্ন ধারার পরিবর্তন দ্বারা সংশ্লিষ্ট কোম্পানী কর্তৃক এফআরসি ইস্যুকৃত মানদন্ডসমূহের প্রতিপালনের বাধ্যবাধকতা নি:সন্দেহে বাংলাদেশের হিসাবরক্ষণ ও নিরীক্ষা পেশার ব্যবসা উন্নয়নে গুরূত্তপুর্ন মাইলফলক। ব্যবসা ও সম্পদের মূল্যনির্ধারণ এর জন্য আন্তর্জাতিক মূল্যনির্ধারণ মানদন্ড (আইভিএস) বাংলাদেশের মূল্যনির্ধারণ চর্চার জন্য একটি নতুন সংযোজন।
এফআরএ কার্যকর হওয়া এবং ২০১৭ সালে এফআরসি প্রতিষ্ঠা বাংলাদেশের হিসাবরক্ষণ ও নিরীক্ষা পেশার স্ব-নিয়ন্ত্রণ থেকে সরকারী তদারকি ও নিয়ন্ত্রণে পদার্পণের এক যুগসন্ধিক্ষণ। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এটি প্রথম। মুলত জনস্বার্থ প্রতিষ্ঠানগুলি যেমন কর্পোরেটসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান, সংস্থা, ইত্যাদির আর্থিক প্রতিবেদন কার্যক্রমকে একটি সু-নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় আনয়ন এবং নিরীক্ষকদের নিরীক্ষা প্রতিবেদনের সততা, স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা এবং উচ্চ মান নিশ্চিতকরণ এবং এই ক্ষেত্রগুলিতে সক্ষমতা বৃদ্ধিতে কাজ করাই এর উদ্দেশ্য। পুঁজিবাজারে জনস্বার্থ রক্ষা এবং অন্যান্য স্বার্থসংশ্লিষ্টদের উদ্বেগের সমাধানে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।