করোনায় প্রাণ গেলো সোনালী ব্যাংকের আগারগাঁও শাখার ম্যানেজারের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-১৮ ১৮:২৩:২২

করোনায়ন প্রাণ গেলো সোনালী ব্যাংক আগারগাঁও শাখার ম্যানেজার ও সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আব্দুস সবুরের। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া আজকে সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত এক ডিজিএম সলিমুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ব্যাংকটির জনসংযোগ বিভাগের প্রধান জাকির হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আব্দুস সবুর কোভিড-১৯ আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিল। আজকে তার শ্বাসকষ্টসহ অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়ার পথে দুপুর সাড়ে ১২টায় দিকে মারা জান। এ নিয়ে সোনালী ব্যাংকের ৬ জন কর্মকর্তা মারা গেছেন এবং ব্যাংকের প্রায় ১৫০ জনের মত কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনায় মারা যাওয়া সোনানী ব্যাংকের এজিএম মো. আব্দুস সবুর ব্যাংকে ২০০০ বিআরসি ব্যাচে যোগদান করেছিলেন।
এদিকে গত ১২ জুন করোনা আক্রান্ত হবার পর আব্দুস সবুর ফেসবুকে পোস্টে লিখেছিলেন, ‘তিনমাস অদৃশ্য এক শত্রুর সাথে বসবাস করতে কখন যে (কোভিয-১৯) পজিটিভ হয়ে গেলাম বুঝতেই পারলাম না। তবে এখন বাসাতেই আইসোলেশানে চিকিৎসাধীন। আল্লাহর অশেষ রহমতে মোটামোটি ভালোই আছি। সবার নিকট দোয়া প্রার্থনা করছি যেন এই বন্য দস্যুর হাত থেকে জয়ী হয়ে মাতৃতুল্য আমার সোনালী ব্যাংকে আবার ফিরে আসতে পারি। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।’







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













