ব্যাংক খাতের মূল্য সমস্যা দুটি: আলী রেজা ইফতেখার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৬-১৯ ২০:২৫:৫৫
ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) চেয়ারম্যান আলী রেজা ইফতেখার বলেছে, ব্যাংক খাতের মূল সমস্যা দুটি। এর একটি হলো গভর্নেন্স, অন্যটি হলো নন পারফরমিং লোন (এনপিএল)।
আজ শুক্রবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেট কোম্পানির (বিএপিএলসি) অনলাইন সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনটির সহ সভাপতি রিয়াদ মাহমুদের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক এবং সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির নির্বাহী পরিচালক এটিএম তারিকুজ্জামান।
আলী রেজা ইফতেখার বলেন, ব্যাংক খাতের অনেক সমস্যা আছে। তবে আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতার আলোকে বলছি এগুলো বড় কোন সমস্যা না। মূল সমস্যা হলো দুটি। এর একটি গভর্নেন্স অন্যটি নন পারফরমিং লোন (এনপিএল) বা মন্দ ঋণ। গভর্নেন্স হচ্ছে সমস্যার কারণ এবং মন্দ ঋণ হচ্ছে তার ফলাফল।