রাজধানীতে বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল তিন জনের
আপডেট: ২০১৫-১২-০৮ ০৯:৪৮:৪৪


রাজধানীর দক্ষিণ কমলাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ফুটপাতে উঠে গেলে ওই বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।
সোমবার রাত ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনের সামনে রাস্তা পার হওয়ার সময় বলাকা পরিবহনের দুটি বাসের পাল্লাপাল্লিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে ও অপরজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
দুর্ঘটনার পর মোট তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত ৯টার দিকে এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ওই তিনজনের বাকি দুজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন- জসিম (৩০) ও হাজেরা বেগম (৩৫)।
রাত পৌনে ১০টার দিকে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম স্থানীয় একটি হাসপাতালে দুজনের নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেন। তবে নিহত-আহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। শাহ আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
সায়েদাবাদ-গাজীপুর রুটে চলাচলকারী বলাকা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী-রিকশা আরোহীদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
গতকাল রাতেও যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় এক শিশুসহ দুজন নিহত হয়।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













