দুই কারণে কমেছে রানারের আয়

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৬-২২ ১৩:৩৩:৫৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস লিমিটেড তৃতীয় প্রান্তিক (জানু-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । এই সময়ে কোম্পানিটির আয় আগের বছরের তুলনায় কিছুটা কমেছে। আয় কমার পেছনে দুটি কারণ উল্লেখ করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

জানা গেছে, তৃতীয় প্রান্তিক (জানু’-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭৭ পয়সা। আর এককভাবে হয়েছে ২ পয়সা। গত বছর একই সময়ে এটি ছিলো ৯৩ পয়সা।

এদিকে, ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৪পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৫৮ পয়স। আর এককভাবে হয়েছে ১ টাকা ৪ পয়সা। গত বছর একই সময়ে এটি ছিলো ২ টাকা ২৪ পয়সা।

এ বিষয়ে কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সনৎ দত্ত সানবিডিকে বলেন, দুই কারণে আয় কমেছে রানার অটোমোবাইলসের। কারণ দুটির মধ্যে প্রথমটি হলো বাংলাদেশ সরকারের অটোমোবাইলস সংক্রান্ত আইন। দ্বিতীয়টি হলো করোনার প্রভাব।

তিনি বলেন, নতুন আইনের কারণে টু হুইলার ও থ্রি হুইলারে ব্যপক প্রভাব পড়েছে। ১০০ সিসির গাড়ীর ব্যবসায় প্রায় ৭০ শতাংশের মতো প্রভাব পড়েছে।