শিক্ষামন্ত্রীর ডাঃ দীপু মনির নামে ভূয়া আইডি ও পেইজ; থানায় জিডি

জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-০৬-২২ ১১:৩৪:৩২


শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির নামে গত এক বছরে প্রায় শ’ দেড়েক আইডি পেজ এবং গ্রুপ ফেসবুক কর্তৃপক্ষের মাধ্যমে বন্ধ করার পরেও দুষ্টচক্র থেমে নেই। এই আইডিগুলো, পেজ এবং গ্রুপগুলো থেকে তারা মাননীয় শিক্ষামন্ত্রীর নামে বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক বক্তব্য প্রচার করছে যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। অনেক সময় আপত্তিজনক বক্তব্যও প্রচার করে থাকে ওই ফেক আইডি থেকে। এসব ভুয়া আইডি পেজ এবং গ্রুপের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় জিডি করেছেন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

তিনি জানান, শিক্ষামন্ত্রীর অনুমতিতে পাঁচটি ফেসবুক পেজ, তিনটি ফেসবুক আইডি এবং তিনটি গ্রুপের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় জিডি করা হলো। পুলিশ জানিয়েছে আজকেই পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এবং বিটিআরসিতে কাগজপত্রগুলো পাঠিয়ে দেয়া হয়েছে এই অপরাধী চক্রকে ধরার জন্যে।