ফ্লোর প্রাইস বসানো-উঠানোতে হাত নেই বিএমবিএর

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৬-২২ ১১:৪৯:৩২


পুঁজিবাজারে চলমান ফ্লোর প্রাইস উঠানো নিয়ে গুজব চলছে সামাজিক যোগযোগ মাধ্যমে। সহসায় উঠে যাবে ফ্লোর প্রাইস। যদি এই বিষয়ে পরিস্কার কথা বলা হয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে। বাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে এটি উঠানোর কোন সম্ভাবনা নেই।

এবার এই গুজবের সাথে যক্ত করা হয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিশেয়নের (বিএমবিএ) নাম। বিভিন্ন সামাজিক মাধ্যমে সংগঠনটির নাম ব্যবহার করে বলা হচ্ছে ফ্লোর প্রাইস উঠানোর বিষয়ে কাজ করছি বিএমবিএ। বিষযটি বিএমবিএর সভাপতি মো.ছায়েদুর রহমানের নজরে আনলে অস্বীকার করেন তিনি।

তিনি সানবিডিকে বলেন, ফ্লোর প্রাইস বসানো বা উঠানোর বিষয়ে কোন ধরণের সম্পৃক্ততা নেই বিএমবিএর। পুঁজিবাজারের স্বার্থে বিএসইসি যেই সিদ্ধান্ত নিবে; সেখানেই আছে বিএসইসি। শুধু শুধু বিএমবিএকে নিয়ে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করেছেন তিন।

উল্লেখ, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে ১৯ মার্চে বিশেষ পরিস্থিতিতে তৎকালীন কমিশন ফ্লোর প্রাইস চালু করেছে। তবে নতুন কমিশন এসে ব্লোক মার্কেটের জন্য ফ্লোর পাইস তুলে দেওয়ার জন্য স্টক এক্সচেঞ্জকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ১০ জুন বিএসইসির উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সাক্ষরিত এ চিঠি উভয় স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিদ্যমান সার্কিট ব্রেকারের আওতায় ফ্লোর প্রাইস ছাড়া ব্লক মার্কেটে কোম্পানির শেয়ার লেনদেন করা যাবে। তবে কোম্পানির পরিচালকেরা এ লেনদেন করতে পারবেন না।