
বৈদেশিক মুদ্রার লেনদেনকারী অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো নিজস্ব তহবিল থেকে রফতানি বিল পরিশোধ করতে পারবে। এতদিন শুধু অফশোর ব্যাংকিং ইউনিট থেকে এই বিল পরিশোধের সুযোগ ছিল।
অফশোর ব্যাংকিংয়ের নিয়মনীতির কারণে রফতানি বিল পরিশোধে সমস্যা হচ্ছিল। তাই রফতানি খাতকে উদ্বুদ্ধ করতে এই সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, এখন থেকে এডি ব্যাংকগুলো নিজস্ব উৎস থেকে রফতানি বিল পরিশোধ করতে পারবে। আগে অফশোর ব্যাংকিংয়ের তহবিল ছাড়া অন্য উৎস থেকে এই বিল পরিশোধের কোনো অনুমতি ছিল না। বিল পরিশোধের বাইরের খাতে টাকা ব্যয় না করারও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে অফশোর ব্যাংকিং ইউনিটের নীতিমালায়ও বেশ কিছু পরিবর্তন আনা হয়। এতে ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটের পরিচালনা নীতি সহজ করে বাংলাদেশ ব্যাংক। শর্ত শিথিল করে ইউনিটের নগদ জমার হার ২ শতাংশ করা হয়েছে, আগে যা ছিল সাড়ে ৪ শতাংশ। এ ছাড়া অভ্যন্তরীণ উৎস থেকে একটি ব্যাংকের মূলধনের ২০ শতাংশের পরিবর্তে এখন থেকে ৩০ শতাংশ পর্যন্ত তহবিল সংগ্রহ করা যাবে। এর ফলে ব্যাংকগুলোর অফশোর ইউনিটের পরিচালনা কিছুটা সহজ হবে।
আগামী মাস থেকে নতুন এসব সিদ্ধান্ত কার্যকর হবে। অফশোর ইউনিট থেকে ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রায় ঋণ দিয়ে থাকে। এ ঋণের সুদ ৬ শতাংশের নিচে। অফশোর ব্যাংকিং হল ব্যাংকের অভ্যন্তরে পৃথক ব্যাংকিং সেবা। বিদেশি কোম্পানিকে ঋণ প্রদান ও বিদেশি উৎস থেকে আমানত সংগ্রহের সুযোগ রয়েছে অফশোর ব্যাংকিংয়ে। স্থানীয় মুদ্রার পরিবর্তে বৈদেশিক মুদ্রায় হিসাব হয় অফশোর ব্যাংকিংয়ে।
সানবিডি/ঢাকা/এসএস