খাতা, বই, দলিল বা জরুরি কাগজপত্র মাঝেমধ্যেই চট করে স্ক্যান করে নেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু হাতের কাছে তো আর সবসময় স্ক্যানার থাকে না। ফলে নানাবিধ সমস্যায় পড়তে হয়। তাছাড়া আমাদের সবার পক্ষে স্ক্যানার কেনা সম্ভবও নয়। কারণ এটি বেশ ব্যয়বহুল। তো জরুরী অবস্থায় তাহলে আপনি কি করবেন?
সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনার স্মার্টফোন বা ট্যাবলেটই দিবে সমাধান। এসব কাছে থাকলেই জরুরুী প্রয়োজনে করে নিতে পারবেন ঝকঝকে স্ক্যান। এজন্য শুধু ক্যাম স্ক্যানার নামে একটা অ্যাপ ইন্সটল করতে হবে।
যেভাবে স্ক্যান করবেন-
১. ছবি তোলা: যে কাগজটির স্ক্যান করতে চান অ্যাপটি দিয়ে প্রথমে সেটির ছবি তুলতে হবে।
২. ক্রপ করা: অ্যাপটি নিজেই ছবির বাড়তি এলাকাটুকু বাদ দিয়ে আপনার কাগজটি ক্রপ করে নেবে।
৩. বেঁকে গেলে চিন্তা নেই: যদি তুলতে গিয়ে ছবিটি বেঁকে যায় তাহলেও চিন্তা নেই। ক্যাম স্ক্যানার নিজেই তা ঠিক করে দেবে।
৪. সিলেক্ট করা: তা মনের মতো না হলে আপনি নিজের হাতে ছবির নির্দিষ্ট এলাকা সিলেক্ট করে নিতে পারেন।
৫. কন্ট্রাস্ট: এর পরের ধাপে ক্যাম স্ক্যানার আপনার ছবিটির কন্ট্রাস্ট ঠিকঠাক করে দেবে। দেখে মনে হবে যেন দামি স্ক্যানারের কারসাজি।
৬. পিডিএফ করা: এই ভাবে যত খুশি কাগজ পরপর স্ক্যান করতে পারেন। শেষে আঙুলের ছোঁয়ায় সবকটা ইমেজ পিডিএফ হয়ে যাবে।
৭. পাওয়া যাবে বিনামূল্যে: এই অ্যাপ পাওয়া যাবে বিনামূল্যে।এজন্য স্ক্যান করা ইমেজের নীচে ছোট এক চিলতে জলছাপ মেনে নিতে হবে। আর তা যদি না চান, অল্প দামে কিনে নিতে পারেন অ্যাপটির লাইসেন্সড ভার্সন। এক্ষেত্রে বাড়তি কিছু সুবিধাও পাওয়া যাবে।