
অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সুখবর দিলো বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক সোনালী ব্যাংক লিমিটেড। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আরও এক ধাপ এগিয়ে গেল সোনালী ব্যাংক। এখন থেকে প্রতিষ্ঠানে লাইন ধরে আর পেনশনের টাকা নিতে হবে না।
সূত্র মতে, জুলাই মাসের ১ তারিখ থেকে সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদেরকে পেনশন নেওয়ার জন্য আর নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে আসতে হবে না। সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে পেনশনারদের টাকা নিজ নিজ একাউন্টে চলে যাবে।
ব্যাংকের নিজস্ব পেনশন পদ্ধতিকে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করার লক্ষ্যে আজ ব্যাংকের বৃহৎ নয়টি শাখার ১১০০ এর বেশি কর্মকর্তা-কর্মচারীর জুন মাসের পেনশন পাইলটিং প্রকল্প হিসেবে সফলভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তাদের নিজ নিজ হিসেবে পেনশন প্রদান সম্ভব হয়েছে। জুলাই মাসের ১ তারিখে ব্যাংকের শতভাগ পেনশন ভোগীর মাসিক পেনশনের টাকা সরাসরি তাদের একাউন্টে চলে যাবে।
পেনশনভোগীরা তাদের প্রয়োজন মতো ব্যাংকে এসে অথবা এটিএম কার্ডের মাধ্যমে ঘরের কাছ থেকেও পেনশনের টাকা উত্তোলন করতে পারবেন। প্রত্যেক পেনশনারকে বছরে কেবল একবার ব্যাংকে আসলেই চলবে।
এবিষয়ে সোনালী ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা শুভাস চন্দ্র দাস সানবিডিকে বলেন, করোনাকালে পেনশনহোল্ডাররাই সবচেয়ে বেশি ঝুকির মধ্যে রয়েছে। তাদের ঝুকির কথা বিবেচনা করে সোনালী ব্যাংকের বিজ্ঞ পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের নিরলস পরিশ্রমের মাধ্যমে কাজটি করা হয়েছে।
তিনি বলেন, এতে করে তাদের ঝুকি অনেকটা কমে আসবে। তারা নিজেদের সময় মতো পেনশন হিসবা বা এটিএম কার্ডের মাধ্যমে সুবিধা মত টাকা তুলে নিতে পারবে।