সর্বোচ্চ শাস্তি আশা করছেন অ্যাটর্নি জেনারেল
প্রকাশ: ২০১৫-১২-০৮ ১১:৪৫:২৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিলের রায়ে সর্বোচ্চ শাস্তি আশা করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার আদালত কর্তৃক চূড়ান্ত রায়ের তারিখ নির্ধারণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলী।
তিনি বলেন, আমি সর্বোচ্চ শাস্তি আশা করি। জামায়াতের নেতৃত্বে এবং ছাত্রসংঘের সমন্বয়ে আলবদরের একটি বিশেষ বাহিনী বিজয়ের কাছাকাছি বুদ্ধীজীবীদের হত্যা করেছে। হত্যাকে নিজামী উৎসাহিত করেছেন। বক্তব্য দিয়ে এবং লেখনির মাধ্যমে হত্যায় উৎসাহ প্রদান করেন তিনি। মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়ে এবং বিজয়ের প্রাক্কালে এ হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়।
এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিলের রায় ৬ জানুয়ারি ধার্য করেন আদালত। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।
বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













