তিন কারণে কমেছে অ্যাডভান্টের আয়

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-২৫ ১০:১৬:৪২


পুঁজিবাজারের তালিকাভুক্ত অ্যাডভান্ট ফার্মা লিমিটেড তৃতীয় প্রান্তিক (জানু-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় আগের বছরের তুলনায় কিছুটা কমেছে। কোম্পানি কর্তৃপক্ষ বলছে আয় কমার পেছনে মোটা দাগে তিনটি কারণ।

কারণগুলো হলো কাঁচামালের দর বৃদ্ধি,পরিবহণ খরচ বেড়ে যাওয়া এবং নতুন পণ্যের উন্নয়ন ব্যয়।

জানা গেছে, তৃতীয় প্রান্তিক (জানু’-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫৪ পয়সা।

এদিকে, ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৪ পয়স।

এ বিষয়ে কোম্পানি সচিব ইকরামুল ইসলাম সানবিডিকে বলেন, তিনটি কারণে আমাদের আয় আগের বছরের কারণে কিছুটা কমেছে। কারণগুলো হলো কাঁচামালের দর বৃদ্ধি,পরিবহণ খরচ বেড়ে যাওয়া এবং নতুন পণ্যের উন্নয়ন ব্যয়।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ