দীর্ঘ বিরতির পর ফের ক্যামেরার সামনে অমৃতা খান

প্রকাশ: ২০১৫-১২-০৮ ১২:০১:০১


amrita-655x360দীর্ঘ দেড় বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন ঢালিউড চিত্রনায়িকা অমৃতা খান। শুধু ক্যামেরার সামনে দাঁড়ানোই নয়, সাইফ চন্দন পরিচালিত ‘টার্গেট-দেয়ার ইজ নো ক্লু’ নামক একটি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে এতদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অমৃতা।

দীর্ঘদিন পর শ্যুটিং করতে গিয়ে যে তিনি অসুবিধার সম্মুখীন হয়েছেন, সেকথা স্বীকার করতেও কুণ্ঠাবোধ করেননি তিনি। অমৃতার কথায়, “আমি বাবার সঙ্গে মাঝখানে অনেকটা সময় দেশের বাইরে ছিলাম।  প্রায় দেড় বছর আগে সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। এই সময়ে অনেক কিছুই এলোমেলো হয়ে গেছে।

শ্যুটিংয়ের প্রিপারেশন নিতেও খুব প্রবলেমে পড়ছিলাম। অনেকদিন পর আবার কাজ করছি, ভাবতেই ভালো লাগছে।’’ দেড় বছর আগের শ্যুটিংয়ে আটটা দৃশ্যে অভিনয় করেছিলেন অমৃতা। সেই অভিনয়ের পোষাকগুলো এবারেও খুঁজে খুঁজে বের করে পড়ছেন বলে জানিয়েছেন তিনি।

গত শুক্রবার থেকেই কক্সবাজারে অমৃতা অভিনীত ‘টার্গেট-দেয়ার ইজ নো ক্লু’ নামক ছবিটির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। যদিও এই অভিনেত্রী শ্যুটিংয়ে যোগ দিয়েছেন শনিবার। পরিচালক সাইফ চন্দনের পরিচালনায় ‘টার্গেট-দেয়ার ইজ নো ক্লু’ ছবিতে অমৃতা ছাড়াও অভিনয় করছেন মিলন, আইরিন, নিরব, তানভীর, তন্ময়, মিশা সওদাগর ও ডন।

অমৃতা খান অভিনীত প্রথম চলচ্চিত্র “গেইম” এটি ২০১৫ সালের মুক্তি পেয়েছে। চলচ্চিত্রে আসার আগে তিনি মিউজিক ভিডিও এবং  বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে কাজ করেন।