ভারতের ন্যাশনাল হেরাল্ড মামলার শুনানি পিছোল। পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে ১৯ ডিসেম্বর। ফলে এদিনই আদালতে হাজিরা দিতে হচ্ছে না কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং সহ-সভাপতি রাহুল গান্ধীকে। আপাত স্বস্তি মিলল কংগ্রেস শিবিরে। তবে হাজিরা এড়াতেই কংগ্রেস শুনানি পিছোল বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। এর জবাবে সনিয়া গান্ধীর প্রতিক্রিয়া, “আমি কাউকে ভয় পাই না। আমি ইন্দিরা গান্ধীর পুত্রবধূ।’’
আদালত সূত্রের খবর, ন্যাশনাল হেরাল্ড মামলায় এদিনই সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল। পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল এঁদের। কিন্তু এদিন বন্যা-বিধ্বস্ত তামিলনাড়ুতে যাওয়ার কথা রয়েছে রাহুলের। আর সংসদে শীতকালীন অধিবেশন চলায় সনিয়া গান্ধীর পক্ষেও হাজিরা দেওয়া অসম্ভব ছিল। তাই মামলার শুনানির দিন পিছোনোর জন্য কংগ্রেসের তরফে আবেদন জানানো হয়া আদালতে। সেই আবেদন মেনেই শুনানির দিন পিছোনো হল। তবে পরবর্তী শুনানির দিন অর্থাৎ ১৯ নভেম্বর দু’জনকে অবশ্যই হাজিরা দিতে হবে বলে আদালতের তরফে জানানো হয়েছে।