প্রতিদিন কলেজ যাওয়া-আসার পথে তাঁকে উদ্দেশ্য করে নোংরা মন্তব্য করত দুই যুবক। শুধু তাই নয়, অশ্লীল প্রস্তাবও দেওয়া হত। দিনের পর দিন মাত্রা ছাড়াচ্ছিল ওই দুই যুবকের কটু কথা, ব্যবহার। বেশিদিন তা সহ্য করতে পারেননি ওই কলেজ ছাত্রী। এরপর একদিন বাবা-মাকে সবকিছু খুলে বলেন। মেয়ের কাছ থেকে সব শুনে তাঁকে নিয়ে থানায় যান বাবা-মা। অভিযোগ দায়ের করেন থানায়। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের টিকমগড় জেলার একটি থানা এলাকার।
অভিযোগ পেয়ে অভিযুক্ত দু’জনকে থানায় ধরে নিয়ে আসে পুলিশ। তাদের দেখে রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি ওই কলেজ ছাত্রী। পায়ের জুতা খুলে পেটালেন। পুরোটাই ধরা পড়ে সিসি ক্যামেরায়। অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।