বরিশাল জেলার আগৈলঝাড়ায় একটি ফিলিং স্টেশন স্থাপন কাজ উদ্বোধন করা হয়েছে। ৭ ডিসেম্বর সোমবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ প্রধান অতিথি হিসেবে আগৈলঝাড়ায় ফিলিং স্টেশনের উদ্বোধন করেন। গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের বাইপাস সড়কে ‘মেসার্স আগৈলঝাড়া ফিলিং স্টেশন’ মালিক জুবায়ের ইসলাম সান্টু ভুঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর মেয়র মো. হারিছুর রহমান হারিছ, গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সভাপতি এইচএম জয়নাল আবেদীন, আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের অধ্যক্ষ হেমায়েত উদ্দিন, আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ নেতা আবু সালেহ লিটন। বক্তব্য রাখেন ফিলিং স্টেশন প্রোপ্রাইটর মোস্তাফিজুর রহমান রনি, ছাত্রলীগ নেতা মিন্টু সেরনিয়াবাত প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৌরনদী পৌর মেয়র মো. হারিছুর রহমান হারিছ।