নড়াইলের লোহাগড়ায় ২টি পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধীক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। পৌরএলাকার রাজুপুর গ্রামের মোঃ ইলিয়াস মোল্যা(৬১) এবং মোঃ এলামুল হকের(৫৫) পুকুরে কে বা কাহারা সোমবার গভীর রেতে বিষ দিয়ে পালিয়ে যায়।
সরজমিনে মঙ্গলবার সকালে পুকুর দুটি পরিদর্শন করে দেখা য়ায় পুকুরের সমস্ত মাছ মরে পানিতে ভাসছে। এ সময় পুকুর মালিক ইলিয়াস ও এলামুল অভিযোগ করে বলেন, আমাদের প্রতিপক্ষ হারুন শেখের নেতৃত্বে পুকুরে বিষ দেওয়া হয়েছে। এতে আমাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে হারুন শেখের সাথে মুঠোফোনে কথা বলেলে তিনি জানান, আমাদের গ্রামে দুই পক্ষের মারামারিতে কয়েকটি মামলা হয়েছে। গত মাসের ১১ তারিখে প্রতিপক্ষের দায়ের করা মামলায় জামিনে এসেছি। প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে নিজেরা পুকুরে বিষ প্রয়োগ করে আমাদের গ্রাম ছাড়া করার পায়তারা করছে।
এ ব্যাপারে পুলিশ ঘটনা স্থল এলাকা পরিদর্শন করেছে।