মুন্সিগঞ্জের মাওয়ায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে । আগামী ১২ ডিসেম্বর বহু প্রত্যাশিত ও স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে । উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এ উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে । পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে । অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে । উদ্বোধনের সভাস্থলে দেড় হাজার পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
ইতোমধ্যে পদ্মা সেতুর ২৭ ভাগ কাজ সম্পন্ন হয়েছে । শেষ হয়েছে পরিক্ষামূলক পাইলিংয়ের কাজ । সচিবদের একটি সভাও অনুষ্টিত হয়েছে পদ্মা সেতু এলাকায়্ । পদ্মা সেতু প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি হয়েছে প্রচুর । তবে আনুষ্ঠানিক কাজের উদ্বোধন বাকি ছিল । আগামী রোববার, ১২ ডিসেম্বর পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ প্রকল্পটি নতুন মাত্রা পাবে ।