লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন অর্থমন্ত্রী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-০১ ২৩:৩৪:৫৫


চোখের ফলোআপ চিকিৎসা করাতে লন্ডন গেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বুধবার (১ জুলাই) ব্যক্তিগত সফরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন। সঙ্গে তার স্ত্রীও রয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, চিকিৎসার জন্য অর্থমন্ত্রী লল্ডন গেছেন। দেশে ফিরতে এবার তার কিছুটা সময় লাগবে। করোনা মহামারিতে লল্ডন পৌঁছানোর পর অর্থমন্ত্রীকে সেখানে সপরিবারে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হতে পারে। এরপর তিনি চিকিৎসকের পরামর্শ নেবেন। লন্ডনে অর্থমন্ত্রীর মেয়ে থাকেন।

সানবিডি/এনজে