“প্রাতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়,করবে তারা বিশ্বজয়”। প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের লুকোয়িত সম্পদ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় তারা সমাজের মানব সম্পদে পরিণত হয়ে উঠবে। তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা।
বর্তমানে দেশে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী সংস্থা প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করছে। তারই একটি অংশ ডিজএ্যাবল রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) ও সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায় প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করছে। বাল্যবিবাহকে প্রতিবন্ধী শিশুর জন্মদাতা হিসাবে বক্তারা চিহ্নিত করেন। তাই গর্ভকালীন মায়েদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধের অনুরোধ জানান বক্তারা।
দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের দেবীশহর ফুটবল মাঠে দেবহাটায় প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের বার্ষিক সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তরা।
মঙ্গলবার ডিজএ্যাবল রিহ্যাবিলিটেশন এন্ড রিচার্স এসোসিয়েশন (ডিআরআরএ) এর আয়োজনে লিলিয়ান ফান্ডস (এলএফ) এর সহযোগীতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বার্ষিক সভায় ডিআরআর’র নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন লিলিয়ান ফান্ডস’র প্রতিনিধি সাজ্জা কামেল,জেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন মুখার্জী মনিবাবু, সুভাষ চন্দ্র ঘোষ, কাজী গোলাম ওয়ারেশ, প্রভাষক মঈনুদ্দীন খান, ছাত্র সাংবাদিক ইউনিয়নের সভাপতি মীর খায়রুল আলম।
অন্যান্যদের মধ্যে ডিআরআর এর এডিএম জিএম আনজির হোসেন, সিরাজুল ইসলাম, সহকারী সমন্বয়কারী দেবাশীষ ঘোষ, লিপিকা মন্ডল, ফিজিক্যাল থেরাপিষ্ট আছাদুজ্জামান, এপিটি আছাদুল হক, রুহুল আমিন, প্রতাব কুমার, এসএমটি নমিতা মজুমদার, সুজাতা মন্ডল, বরুন কুমার সরদার, মনোয়ারা খাতুন, মুরশিদা খাতুন, এমআইএস আব্দুল হামিদসহ সকল প্রতিবন্ধী শিশুদের অভিভাবকবৃন্দ, সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় সাতক্ষীরার দেবহাটা, কালীগঞ্জ, আশাশুনি, শ্যামনগর উপজেলা থেকে দেড়শতাধিক প্রতিবন্ধী শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সভায় বক্তরা আরো বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আমরা প্রতিবন্ধী বলে থাকি যেটি ঠিক নয়। তাদের সমাজের অন্যদের মত অধিকার কার রয়েছে। বর্তমান সরকার তাদের জন্য নানা পদক্ষেপ গ্রহন করেছেন। তাই সকলে সরকার প্রদত্ত সুযোগ সুবিধা তাদের গ্রহনের জন্য আমরা তাদের পাশে এসে দাঁড়াই। অবহেলার চোখে না দেখে তাদের কল্যাণে আমাদের সকলের কাজ করতে হবে। তাছাড়া প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এইচএসএসি পাশ করলে প্রতিবন্ধীদের জন্য ডিআরআরএ’র কর্মসূচিতে চাকুরির সুযোগ প্রদান করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
সানবিডি/ঢাকা/রাআ