মূল প্লাপটফর্মে লেনদেন হবে পারপিচুয়াল বন্ড
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৭-০৫ ১৮:৩২:২০
পুঁজিবাজারের মূল প্লাপটফর্মে লেনদেন হবে ব্যাংকের ইস্যুকৃত পারপিচুয়াল বন্ড। আজ এই সিন্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির সূত্র মতে, পারপিচুয়াল বন্ডকে স্টক এক্সচেঞ্জের মূল প্লাপটফর্মে তালিকাভুক্তির জন্য প্রয়োজনীয় বিধি বিধান প্রণয়ন করবে।
আরও পড়ুন