
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহ ও তার স্ত্রী পরিচালক নিপা সুলতানাকে গ্রেফতার করেছে ডিবি। সোমবার তাদের নোয়াখালি থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা ঢাকা ডিবি কার্যালয়ে আছেন।
বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান বলেন, তাদের সোমবার ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহ ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত তারা ডিবি কার্যালয়ে আছেন। থানায় হস্তান্তর করা হয়নি।
জানা গেছে, মতিঝিলের ক্রেস্ট সিকিউরিটিজ কোনো ঘোষণা ছাড়াই বন্ধ করে দেয় প্রতিষ্ঠান। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা করে বিনিয়োগকারীরা। সে মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। ক্রেস্ট সিকিউরিটিজের প্রধান কার্যালয়সহ সব শাখা বন্ধ রয়েছে।
গ্রাহকদের বিভিন্ন সময়ে চেক দিলেও ব্যাংকে জমা দেওয়ার পর তার ক্যাশ করা যাচ্ছে না। করোনার এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে গ্রাহকরা। দীর্ঘদিন মন্ধা থাকা পুঁজিবাজারে আবারে নেতিবাচক খবর। এতে করে আস্থা হারাচ্ছে বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের অভিযোগ, ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা বিনিয়োগকারীদের টাকা আত্নসাৎ করে পালিয়ে যান।
সানবিডি/এসকেএস