রোববার, ৫ জানুয়ারী ২০২৫
কুমিল্লাকে হারিয়ে শীর্ষে রংপুর
প্রকাশিত - ডিসেম্বর ৮, ২০১৫ ১০:২০ পিএম
প্রতিশোধের ম্যাচে শেষ পর্যন্ত জয়টা পেয়েই গেলো রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ২১ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে গেলো সাকিবরা। রংপুরের দেয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩২ রানে গুটিয়ে যায় কুমিল্লার ইনিংস। ইমরুল কায়েসের ২৪ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংসে দুরন্ত সূচনা করে কুমিল্লা। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ৪৮ রানে ইমরুল কায়েস আউট হলে রানের গতি দ্রুত কমতে থাকে।
এরপর একের পর এক সাঁজঘরে ফিরতে থাকেন ব্যাটসম্যানরা। কোনো ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে না পারায় ম্যাচ জেতা সম্ভব হয়নি কুমিল্লার পক্ষ্যে। শেষ অবধি ১ বল বাকি থাকতে ১৩২ রানে অলআউট হয় তারা।
এরআগে মঙ্গলবার শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে ছয় উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে সাকিবরা। শুরুতে ওপেনার সৌম্য সরকার সাঁজঘরে ফিরলেও খণ্ড খণ্ড জুটিতে লড়াইয়ে যাওয়ার মতো রান সংগ্রহ করে রংপুর।
আগের ম্যাচের ম্যাচ সেরা জহুরুল ইসলাম এদিনও ব্যাট হাতে দাপট দেখান। অপরাজিত থেকে ৫০ বলে ৬২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন রংপুরের এই ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ড্যারেন সামির ব্যাট থেকে। ২০ বলে ২৪ রান করেন তিনি।
এছাড়া রংপুর অধিনায়ক সাকিব আল হাসান ১৫ বলে ২০, সিমন্স ১৮ বলে ১৩, মোহাম্মদ নবী ৭ বলে ১২ রান করেন। কুমিল্লার হয়ে বল হাতে আবু হায়দার দুটি, শোয়েব মালিক, এসার জাইদি, আন্দ্রে রাসেল ও কামরুল ইসলাম রাব্বি একটি করে উইকেট নেন। প্রথম পর্বের ম্যাচে কুমিল্লার কাছে বাজেভাবে হেরেছিল রংপুর। কুমিল্লা জিতেছিল ৯ উইকেটে।
Copyright © 2025 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.