মুজিববর্ষে বীমা কোম্পানির উপহার

জরিমাণা ছাড়াই তামাদি বীমা চালুর সুযোগ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৭-০৭ ১৮:২০:০৪


কোন ধরণের জরিমাণা ছাড়াই তামাদি বীমা নবায়ন করার সুযোগ দিচ্ছে জীবন বীমা কোম্পানিগুলো। এটি মুজিববর্ষ উপলক্ষ্যে বীমা গ্রাহকদের বিশেষ উপহার হিসেবে ঘোষণা করেছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ)। আজ মঙ্গলবার গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই উপহারের ঘোষণা দিয়েছেন বিআইএর এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাইফ বীমার যেসব পলিসি ৫ বছর বা তার কম সময়ের জন্য তামাদি হয়ে আছে সেসব বীমা পলিসি বিলম্ব ফি ছাড়াই চালু করা যাবে। তবে যেসব পলিসি আগামী ৩ বছরের মধ্যে মেয়াদপূর্তি হবে সেসব পলিসির ক্ষেত্রে এ সুযোগ প্রযোজ্য হবে না। বিশেষ ফি ছাড়াই পলিসি পুনর্বহালের সময়সীমা আগামী ২৬ মার্চ, ২০২১।

আগ্রহী বীমা গ্রাহকদের সংশ্লিষ্ট লাইফ বীমা কোম্পানির সাথে এ বিষয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। তামাদি সময়ের প্রিমিয়াম জমা দিয়ে বীমা পলিসি চালু করে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা গ্রহণের জন্য বীমা গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশেনর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।