অনুমোদিত মূলধন বাড়াবে কেয়া কসমেটিকস
প্রকাশ: ২০১৫-১২-০৯ ১০:৩২:১৭

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এ কোম্পানি ১০০ কোটি টাকা মূলধন বাড়াবে। এতে কোম্পানির অনুমোদিত মূলধন ৬৫০ কোটি টাকা থেকে বেড়ে ৭৫০ কোটি হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়ে এই সিদ্ধান্ত হয়েছে।
আগামী ১৮ ফেব্রুয়ারি ২০১৬ কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। ওইদিন অনুমোদিত মূলধনের বিষয়ে শেয়ারহোল্ডাদের সম্মতি নেওয়া হবে।
উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













