নির্বাচনের নামে প্রহসন করছে সরকার : খালেদা জিয়া
আপডেট: ২০১৫-১২-০৯ ১২:০৯:১৩
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, পৌর নির্বাচনের নামে সরকার প্রহসনের নির্বাচন করার পরিকল্পনা করছে। তিনি বলেন, পৌর নির্বাচন নিয়ে সরকার যতো অপকৌশল করছে তার সব তথ্য বিএনপির কাছে রয়েছে। মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে তিনি এ কথা বলেন।
সরকার নির্বিচারে গুম-হত্যা খুন অব্যাহত রেখেছে দাবি করে তিনি বলেন, এসব বন্ধ না করলে পরিণতি ভয়াবহ হবে। গুম-খুন-হত্যা বন্ধের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
খালেদা বলেন, পৌর নির্বাচনে দলীয় প্রার্থীদেরকে জয়ী করে সরকার নিজেদের জনপ্রিয়তা দেখাতে চায়। নিজেদের সত্যিকার জনপ্রিয়তা দেখাতে হলে ক্ষমতা ছেড়ে পৌর নির্বাচন বাদ দিয়ে জাতীয় নির্বাচন দিয়ে প্রমাণ করুক কাদের জনপ্রিয়তা বেশি।
খালেদা জিয়া বলেন, ‘আজ তাদেরকে (সেনাবাহিনী) দেশের নিরাপত্তার জন্য কোনো কাজ দেয়া হচ্ছে না। তারা এখন রাস্তাঘাট বানাবে, এই বানাবে, বিল্ডিং বানাবে। তাদের চরিত্র নষ্ট করে দেয়া হচ্ছে। এই হল দেশের অবস্থা।’
আসন্ন পৌর নির্বাচনকে ‘লোক দেখানো’ অভিহিত করে খালেদা জিয়া বলেন, ‘আজ নির্বাচনের নামে এটা শুধু প্রহসন চলছে। নির্বাচন না এটা প্রহসন। আপনারা ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন দেখেছেন, এখনও তারা (সরকার) একই অবস্থা করছে। আমাদের লোকজনকে মনোনয়নপত্র জমা দিতে দেয়নি। আমাদের লোকজনকে গণহারে গ্রেফতার করছে যাতে কেউ নির্বাচনের কাজ করতে না পারে। এসব ঘটনার সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ আর পুলিশ জড়িত।
পৌর নির্বাচনে ক্ষমতাসীনদের বিজয়ী করতে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আওয়ামী লীগ ভোটে জেতার জন্য কী কী ষড়যন্ত্র করছে। তার সব তথ্য আমাদের কাছে এসেছে। আপনারা ভাববেন না আমাদের তথ্য পাওয়ার জায়গা নেই বা পাব না। আমরা সব জেনেছি। কীভাবে আপনারা করবেন।’
তিনি বলেন, চোরামি করে মানুষকে বলবেন, নিজেদের জনপ্রিয়তা আছে। আমি বলব, ক্ষমতা থেকে সরে গিয়ে নির্বাচন করে প্রমাণ করুন জনপ্রিয়তা আছে কি নাই। সেটাই আমরা চাই।’
বিগত আন্দোলনের সময়ে আইনশৃংখলা বাহিনীর হাতে নির্যাতিত ছাত্রদলের নেতাকর্মীদের অনুদান দিতে চেয়ারপারসনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেরপুরে দু’জন কর্মীকে বন্দুকযুদ্ধে নিহত করার ঘটনা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘সোমবারও দু’জনকে ক্রসফায়ার করা হয়েছে। কিসের ক্রসফায়ার। পুলিশ ও ছাত্রলীগ এসব করছে।
তিনি বলেন, ‘আমি পুলিশের সবাইকে অভিযুক্ত করব না, খারাপ বলব না। পুলিশ বাহিনীকে নির্দেশ দেয়া হয়, তারা বাধ্য হয়ে এ কাজ করছে। তারা নিজের দেশের ভাইবোনকে মারছে।
বিচারপতিদের ‘নিরপেক্ষভাবে’ বিচারকাজ পরিচালনার আহ্বান জানিয়ে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা সদয় হোন। ন্যায়বিচার করুন। জনপ্রশাসনকে নিরপেক্ষভাবে সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান।