জেনিথ লাইফের গ্রুপ বীমার আওতায় নাবিক ইন্টারন্যাশনাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৭-০৯ ২২:২৮:৩৫


দেশের অন্যতম বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রুপ বীমার আওতায় নাবিক ইন্টারন্যাশনাল লিমিটেড। আজ বৃহস্পতিবার নাবিক ইন্টারন্যাশনাল (বিডি) এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। নাবিকের প্রধান কার্যালয় উত্তরায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নাবিক ইন্টারন্যাশনালের এমডি মিজানুর রহমান এবং জেনিথ লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন।

চুক্তি অনুসারে, নাবিকের সদস্যদেরকে সাধারন মৃত্যুতে ১ লাখ টাকা, দূর্ঘটনা জণিত মৃত্যুতে ২ লাখ টাকা, সম্পূর্ন স্থায়ী অক্ষমতায় ১ লাখ টাকা, স্থায়ী আংশিক অক্ষমতায় আনুপাতিক হারে প্রাপ্য টাকা এবং গুরুতর অসুস্থতায় ৫০ হাজার টাকা বীমা সুবিধা প্রদান করা হবে।

নাবিক ইন্টারন্যাশনালের প্রজেক্ট ডেভেলপার ওমর ফারুক এবং জেনিথ লাইফের ডিজিএম মোহাম্মদ নিজাম উদ্দিন, এজিএম মো. আনোয়ার হোসেন সরকার চুক্তিতে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। এ সময় জেনিথ লাইফের ডিএমডি সৈয়দ মাসকুরুল হক এবং নাবিক ইন্টারন্যাশনাল এর উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।