এক সময়ে দেশের পুঁজিবাজারের শ্রেষ্ঠ ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর তালিকায় থাকতো এবি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান এবি সিকিউরিটিজ লিমিটিড। বিভিন্ন কারণে পুঁজিবাজারে কমতে থাকে তাদের অংশ গ্রহণ। ফলে শ্রেষ্ঠত্বের তালিকায় দীর্ঘ দিন অনুপুস্থিত ছিলো প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির হারানো সেই গৌরব ফিরিয়ে আনতে চান এবি সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সৈয়দ শাফকাত আহমেদ। সম্প্রতি সানবিডির সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সৈয়দ শাফকাত আহমেদ পুঁজিবাজারের সাথে আছেন দীর্ঘদিন যাবত। তার রয়েছে রিসার্চ,পোর্টফলিও,মার্চন্ট, ব্রোকারজ ও ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা। এবি সিকিউরিটিজের সিইও হিসেবে যোগদানের আগে ডেপুটি সিইও হিসেবে কাজ করেছেন পুঁজিবাজারের আরেক স্বনামধন্য প্রতিষ্ঠান এমটিবি সিকিউরিটিজে। তার পুঁজিবাজারে ক্যারিয়ার শুরু হয়েছে ইপিএল (বর্তমানে ব্র্যাক ইপিএল) বিনিয়োগ বিশ্লেষক। এর পর কাজ করেছেন এবি ব্যাংকের ইনভেস্টমেন্ট শাখার রিসার্চে, এর পর এবি ব্যাংক ইনভেস্টমেন্টের হেড অব বিজনেস,কাজ করেছেন ব্র্যাক ইপিএল হেড অব পোর্টফলিও হিসেবে।
গত বছরের ২৬ আগস্ট এবি সিকিউরিটিজে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন তিনি। যোগ দেওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটিকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। ফিরিয়ে আনতে চান হারানো গৌরব। তার কিছু নজিরও ইতোমধ্যে স্থাপন করতে সক্ষম হয়েছেন তিনি। প্রতিষ্ঠানটিকে ৩৬ তম থেকে নিয়ে এসেছেন শীর্ষ দশে।
তিনি বলেন, আমি পুঁজিবাজার নিয়ে আশাবাদী। নতুন কমিশন পুঁজিবাজারের উন্নয়নে ইতোমধ্যে কয়েকটি কাজে সফলতা দেখিয়েছে। আশা করছি কমিশন এই ধারা অব্যহত রাখবে। বাজারে আসবে নতুন পণ্য, সাথে আসবে নতুন বিনিয়োগকারী ও সক্রিয় হবেন পুরোনো বিনিয়োগকারীরা। দুইয়ের সমন্বয়ে আগামীর পুঁজিবাজার হবে দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম উৎস। পুঁজিবাজারের মাধ্যমে হবে দেশের শিল্পায়ন। বাড়বে কর্মসংস্থান।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক অবদান আছে এবি ব্যাংকের। এই ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পুঁজিবাজার ভালো অবস্থানে ছিলো এবি সিকিউরিটিজ। নানা কারণে প্রতিষ্ঠানটি একটু পিছিয়ে পড়েছিলো। নতুন পর্ষদ,নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নের্তৃত্বে এগিয়ে যাচ্ছে এবি ব্যাংক ও তার বিনয়োগ সহযোগী প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় এগিয়ে যাবে এবি সিকিউরিটিজ। ফিরিয়ে আনবো আমাদের হারানো গৌরব।
উল্লেখ, সৈয়দ শাফকাত আহমেদ ২০১৯ সালের ২৬ আগস্ট এবি সিকিউরিটিজের সিইও হিসেবে যোগদান করেন। ২০১৯ সালের সেপ্টেম্বের মাসে এবি সিকিউরিটিজের অবস্থান ছিলো ৩৫ তম। বছর শেষ অবস্থান ছিলো ৩৬ তম। চলতি বছর (২০২০) জানুয়ারিতে ২১তম, ফেব্রুয়ারিতে ১৪তম, মার্চে ১১তম এবং জুন মাসে এবি সিকিউরিটিজের অবস্থান ৮ম।
আরও পড়ুন