শেখ হাসিনার হাত দিয়েই অনিয়মের সূচনা: ফখরুল
প্রকাশ: ২০১৫-১২-০৯ ১৩:৪০:০৩
শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার প্রধানের হাত দিয়েই পৌর নির্বাচনে অনিয়মের সুচনা হয়েছে। তিনি এটাকে নির্বাচন সুষ্ঠু না হওয়ার প্রথম আলামত হিসেবে মন্তব্য করেছেন।
বুধবার বেলা সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন কর্তৃক জারি করা বিধি ১২ তে কোন পৌরসভায় মেয়র পদে একজন প্রার্থী দলের পক্ষ থেকে মনোনয়ন পত্র জমা দিতে পারবেন। কিন্তু শরিয়তপুর পৌরসভার মেয়রের মনোনয়ন বাতিল হওয়ার পর আরেক প্রার্থী নিয়ম লঙ্ঘন করে দলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যেখানে নিয়ম অনুযায়ী মনোনয়নে স্বাক্ষর করেছেন দলীয় প্রধান ও আওয়ামী লীগের সভাপতি।’
তিনি বলেন, ‘যেহেতু এক এলাকায় দু’জন মনোনয়নপত্র জমা দিলে দু’জনেরই প্রার্থিতা বাতিল হওয়ার কথা। অথচ রিটার্নিং অফিসার সেই মনোনয়নপত্র গ্রহণ করেছেন।’
ফখরুল বলেন, ‘সরকার প্রধানের হাত দিয়েই অনিয়ম শুরু হয়েছে। সুতরাং নির্বাচন সুষ্ঠ হবে না। সরকারের হুকুম মানা ছাড়া নির্বাচন কমিশনের কোনো কাজ নেই।’
এরকম পরিস্থিতিতে জনগণ ভোট দিতে আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন ব্যাবস্থার প্রতি জনগণের আস্থা নেই।’