বিএনপি কী উদ্দেশ্যে ভোটে তা পরিষ্কার নয়
প্রকাশ: ২০১৫-১২-০৯ ১৭:১৪:৪৫
বিএনপি কোন উদ্দেশ্য নিয়ে পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে তা জাতির কাছে পরিষ্কার নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, ‘আপনাদের (বিএনপির) কথাবার্তা শুনে জাতির সন্দেহ হয় আপনারা এই নির্বাচনকে বিতর্কিত করতেই হয়তো কোনো নীল নকশা বাস্তবায়ন করছেন। আপনাদের অনেক নেতাই নির্বাচন থেকে সরে যাব কি যাব না এ ধরনের ইঙ্গিত দিয়ে বক্তব্য রাখছেন। যাতে করে মনে হয় পৌরসভা নির্বাচন নিয়ে আপনাদের মধ্যে ষড়যন্ত্র আছে।’
বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘বিএনপি নেত্রী বলেছেন গণতন্ত্রের স্বার্থেই নাকি তারা নির্বাচনে এসেছেন। এর চেয়ে হাস্যকর বক্তব্য আর কিছু হতে পারে না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে জাতীয় নির্বাচন তাতে আপনারা অংশ নিলেন না। আর স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে আপনি গণতন্ত্র রক্ষা করবেন। এ দুর্ঘটনায় মারা ব্যক্তিকে দেখে কেউ বললো- প্রাণ গেলেও চোখটাতো অক্ষত আছে। এমন কথা। দেশ ও জনগণের স্বার্থে পৌর নির্বাচন নিয়ে কোনও ষড়যন্ত্র না করতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।’
সেনাবাহিনী নিয়ে খালেদা জিয়ার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘যে সেনাবাহিনী আমাদের গর্ব তাদের নিয়ে তিনি কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া শুরু করেছেন। যে সেনাবাহিনীকি নিয়ে খালেদা জিয়া নিজেই একসময় গর্ব করেছিলেন। নিজে ক্ষমতায় থাকার জন্য। উনি ভেবেছিলেন সেনাবাহিনীকে ব্যবহার করতে পারবেন। সেটা করতে না পেরে তিনি আজ এই বক্তব্য দিলেন। আমরা আশা করি খালেদা জিয়া সেনাবাহিনী সম্পর্কে এই ধরনের বক্তব্য দেয়া থেকে বিরত থাকলেই জাতি ভাল মনে করবে।’
‘ডাইনীর কবলে দেশ’ খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তার এই কথা শুনে না হেসে পারি না। ডাইনী কে তা আজ প্রমাণিত। একটা সময় আমরা রুপকথায় ডাইনীদের গল্প শুনতাম। আর আজ ছোট ছেলে মেয়েরা আপনাকে ডাইনী হিসেবে দেখে।’
র্যাবের ডিজিকে নিয়ে দেয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘র্যাবের ডিজি নাম ধরে এ ধরনের অরুচিকর বক্তব্য একটি দলের প্রধানের মুখে কতটা শোভা পায় তা আমাদের বোধগম্য নয়।’ আওয়ামী লীগ থাকলে দেশে জঙ্গিবাদ থাকবে বিএনপি নেত্রীর এমন বক্তব্যেরও কঠোর প্রতিবাদ জানান হানিফ।