

ফেসবুকে নিজের ক্লিভেজের (বক্ষসন্ধি) ছবি আপলোড করলেন বিতর্কিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। ক্যাপশন হিসেবে তিনি বলেছেন, না, এগুলো চুম্বনের দাগ নয়। এগুলো প্রেসার কুকার বিস্ফোরনের দাগ।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রান্না করতে গিয়ে প্রেসার কুকার বিষ্ফোরণে সামান্য আহত হন তিনি। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, প্রেসার কুকার এক্সিডেন্ট. ডাল রাঁধতে গিয়ে এই হয়েছে. গায়ের জোরে খুলতে চেয়েছিলাম ঢাকনা. গরম ডাল বোমার মতো ছিটকে এসে বুকে মুখে পেটে হাতে পড়ল. সিলভার এক্স লাগাচ্ছি. জ্বলন প্রচন্ড. দোজখের আগুন যে কী করে সইব বুঝতে পারছি না।