জেলার আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজারে গণপিটুনীতে ৭ ডাকাত নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে একটি চালের দোকানে ডাকাতির প্রস্তুতিকালে আটকের পর গণপিটুনিতে তাদের মৃত্যু হয়। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান জানান, পুরিন্দা বাজারে গফুর মিয়ার দোকানে লোডকৃত চালের ট্রাক লুট করতে ভোর ৪টায় একদল ডাকাত দল হানা দেয়। বিষয়টি আশেপাশের মানুষ টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিলে চারপাশ থেকে শত শত লোকজন ডাকাতদের ঘিরে ফেলে। ওই সময়ে বিক্ষুব্ধ লোকজন ডাকাতদের গণপিটুনি দিতে শুরু করে। বাজারের পাশের একটি পুকুর থেকে সকালে তিনজন ডাকাতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে চল্লিশ বস্তাচালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।
এছাড়া ৪ ডাকাতকে জীবিত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে আরও চারজন মারা যান। এখনো পর্যন্ত তাদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।