ঘাটতি পূরণ করেছে ইউনিক্যাপ সিকিউরিটিজ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৭-১৬ ১২:২৩:০৬
সমন্বিত গ্রাহক অ্যাকাউন্টে অর্থ ঘাটতি পূরণ করেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জের সদস্য ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড। গত ১৪ জুলাই প্রতিষ্ঠানটি ঘাটতি পূরণ করেছে ।
ইউনিক্যাপের সিইও ওয়ালি-উল ইসলাম সানবিডিকে বলেন, করোনাকালে ছুটির কারণে প্রায় ২ মাস ৫ দিন বন্ধ ছিলো শেয়ারবাজার। এর পর ফ্লোর প্রাইজের কারণে আমরা কোন ধরণের লেনদেন করতে পারিনি। ফলে ২৪ জুনের রিপোর্টে আমাদের কিছু ঘাটতি ছিলো। সেই ঘাটতি ১৪ জুলাইয়ের মধ্যে আমরা পুরণ করেছি। ঘাটতি পূরণ করে এখন আরও বেশি আছে বলেও জানান তিনি।
ক্রেস্ট সিকিউরিটেজের জালিয়াতির পর গত ৮ জুলাই ডিএসইর পর্ষদ সভায় ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। সে সময় প্রায় ১৭ হাউস সরেজমিন পরিদর্শন যায় দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই। ১৭টি সহ অন্তত ৪০ হাউসে গ্রাহকদের জমা করা অর্থে ঘাটতির তথ্য পায় ডিএসই। অবশ্য বেশিরভাগ হাউসে তা কোটি টাকার কম। চলিত মাসের মধ্যে সবাইকে ঘাটতি পূরণের নির্দেশ দিয়েছে স্টক এক্সচেঞ্জ ও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।