পুঁজিবাজার গতিশীল করতে ভালো আইপিও প্রয়োজন:ডিবিএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৭-১৮ ২২:২৩:১৭


পুঁজিবাজারকে গতিশীল করতে ও নতুন বিনিয়োগকারীদের বাজারে আনতে ভালো কোম্পানির বিকল্প নেই। এই মহুর্তে ভালো কোম্পানি বাজারে আনতে পারলে ব্রোকার, বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্ট সবাই ভালো থাকবে বলে মনে করে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি হয়েছেন শরীফ আনোয়ার হোসাইন।

আজ শনিবার (১৮ জুলাই) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আয়োজিত ‘পুঁজিবাজারে করোনাভাইরাসের প্রভাব ও পুণ:রুদ্ধারের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শরীফ আনোয়ার হোসাইন বলেন, বর্তমান অবস্থা থেকে বের হওয়ার জন্য ভালো কিছু কোম্পানি আনা জরুরী। যেমন গ্রামীন ফোনের মতো। গ্রামীনফোনের সময় বাজারে অনেক নতুন বিনিয়োগকারী বাজারে এসেছিলো। আমাদের বাজারের পরিস্থিতির উন্নতির জন্য ভালো কিছু কোম্পানি প্রয়োজন। যার মাধ্যমে বাজারে অনেক নতুন বিনিয়োগকারী আসবে। ফলে। সবাই উপকৃত হবে।

ব্রোকারদের অবস্থা ভালো নয় উল্লেখ করে তিনি বলেন, লেনদেনের হিসেবে আমাদের অবস্থা সুচনীয় পর্যায়ে। বিনয়োগকারীদের সাথে আমাদের বসবাস। তারা ভালো নেই বলে আমরাও ভালো নেই। অর্থিক সংকটে দিন পার করছি আমরা। আমাদের বাচার জন্য প্রণোদনা প্রয়োজন।

তিনি বলেন, গত দুই মাস পুঁজিবাজার বন্ধ ছিলো। কিন্তু আমাদের খরচ বন্ধ ছিলো না। আমরা সবার বেতন, অন্য খরচ পরিশোধ করেছি। বাজার বন্ধ থাকা ও পরবর্তীতে দীরগতি কিন্তু সব কিছু সমন্বয় করতে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছি। একটি ফান্ড দিয়ে আমাদের রক্ষা করা দরকার। ফান্ড না পেলে বেশির ভাগ হাউজ বন্ধ হয়ে যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এছাড়া বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি আজম জে চৌধুরী,সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম,পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ, ঢাকা চেম্বারের সভাপতি শামস মামমুদ,বিল্ড চেয়ারম্যান আবুল কাসেম খান, ডিএসইর এমডি কাজী সানাউল হক, সিএসইর এমডি মামুন-উর-রশীদ,বিল্ড চেয়ারম্যান আবুল কাসেম খান,এমসিসিআই’র সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর,মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান,আইসিবির এমডি আবুল হোসেন, ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর.এফ হুসাইন,  ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম।

আরও পড়ুন

ভালো কোম্পানি হলে দ্রুত আইপিও অনুমোদন:বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজারে বিনিয়োগে ব্যাংকগুলোকে সীমা বেধে দেওয়া ঠিক না-বিএপিএলসি সভাপতি

ফ্লোর প্রাইসের কারণে মার্কেটে তারল্যের মন্দাবস্থা-ব্র্যাক ব্যাংকের এমডি

পুঁজিবাজারে বিনিয়োগের সক্ষমতা নেই আইসিবির- আইসিবি এমডি

দীর্ঘমেয়াদি বিনিয়োগ আনার সহায়ক পলিসির ঘাটতি রয়েছে-এমসিসিআই সভাপতি

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ