ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মুসলমানদের পক্ষে তার অবস্থান ব্যক্ত করেছেন। নিজের ফেসবুক পেজে বুধবার এ সমর্থন ব্যক্ত করে স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাস পড়তে ক্লিক করুন।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক স্বাস্থ্যসেবাকেন্দ্রে এক মুসলমান দম্পতির হামলায় ১৪ জন নিহত হয়। এর পরই চরম ডানপন্থিরা মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার করতে শুরু করে। চলতি সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে জাকারবার্গ মুসলমানদের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন।
ট্রাম্পের নাম উল্লেখ না করে জাকারবার্গ বলেন, ‘প্যারিস হামলা এবং চলতি সপ্তাহে ঘৃণামূলক বক্তব্যে আমি কেবল এটাই কল্পনা করতে পারছি যে, অন্যের অপরাধের জন্য তাদের ভেতরে কী ধরনের ভয় কাজ করছে। একজন ইহুদি হিসেবে আমার বাবা-মা এটাই শিক্ষা দিয়েছে যে, সকল সম্প্রদায়ের ওপর হামলার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এমনকি আজকে যদি আপনার ওপর হামলা নাও হয়, যে কারো স্বাধীনতার ওপর হামলা প্রত্যেককে ব্যথিত করবে।’
তিনি বলেন, ‘আপনি যদি এ সমাজের একজন মুসলমান বাসিন্দা হন, ফেসবুকের নেতা হিসেবে আমি আপনাকে বলতে চাই, আপনি সব সময় এখানে স্বাগত। আমরা আপনার অধিকার রক্ষার জন্য লড়াই করব এবং আপনার জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করব।’
সম্প্রতি কন্যাসন্তানের পিতা হয়েছেন ফেসবুকের নির্বাহী প্রধান। সেই অনুভূতির রেশ টেনে তিনি বলেন, ‘একটি শিশুর জন্ম আমাদের ভেতরে অনেক আশার জন্ম দেয়। তবে কারো ঘৃণা খুব সহজেই সবকিছুকে ঘৃণাব্যঞ্জক করে তোলে। আমাদের আশা হারালে চলবে না। যতক্ষণ আমরা একসঙ্গে থাকব এবং একে অন্যের ভালোকে দেখব, আমরা মানুষের জন্য একটি উত্তম পৃথিবী সৃষ্টি করতে পারব।’