ইউসিবিএলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৭-১৯ ২০:৪৫:০৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড গত (জানুয়ারী-জুন, ২০২০) তারিখে সমাপ্ত হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্র মতে, (জানুয়ারী-জুন, ২০২০) অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে চলতি হিসাববছরের ৬ মাসে প্রান্তিকে কোম্পানিটির সম্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ১ টাকা ১ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ৭৬ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ৯০ পয়সা।

(এপ্রিল-জুন, ২০২০) অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সম্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ৬৩ পয়সা। আর একভাবে ইপিএস হয়েছে ৪৩ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ৬০ পয়সা।

(জানুয়ারী-জুন, ২০২০) অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকের শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৯ টাকা ৪২ পয়সা

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস