মঙ্গলবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ইতিহাস জানতে হবে। আর সেজন্য প্রয়োজন ঐতিহাসিক স্থান ও দলিল সরেজমিনে দেখা ও জানা। দেশের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতি,সমাজনীতি জানতে হাতে-কলমে শিক্ষার কোনো বিকল্প নেই।
মন্ত্রী বলেন, যে জাতি ইতিহাসকে সম্মান করে, তারাই নতুন ইতিহাস গড়তে পারে। যে জাতি বীরের সম্মান দেয়, তারাই নতুন বীরের জন্ম দেয়।
মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি, বয়ঃসন্ধিকালের জড়তা অতিক্রম ও নারী-পুরুষ সমতার বিষয়ে সচেতন থাকার জন্যও ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রীর সাথে ছাত্র-ছাত্রীরা এসময় মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করে। রোটারী ক্লাবের ঢাকা ডিস্ট্রিক্ট গভর্নর এস এম শওকত হোসেন এসময় উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/রাআ